ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরসহ সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট'

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫
গাজীপুরসহ সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' ছবি : সংগৃহীত।

গতকাল রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বৈঠকে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ শনিবার থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হবে।


এ বিষয়ে আগামীকাল এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।


উল্লেখ্য, গতকাল (শুক্রবার) রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।


thebgbd.com/NA