গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মোবাশশির হোসাইন। তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী।
গুলিবিদ্ধ যুবক গণমাধ্যকে জানান, গাজীপুরে আজ তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার ডান হাতে গুলি লাগে।
তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে এ বিষয়ে জানানো হয়েছে।
পুলিশ জানায়, মোবাসসির যখন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন, মোটরসাইকেলে অজ্ঞাত এক ব্যক্তি গুলি করে। এরপর মোবাসিরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক এক্স-রে গুলির মতো একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। তবে কারা গুলি করেছে এ বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে। যেই গুলি করুক না কেন আইনের আওতায় আনা হবে।
thebgbd.com/NA