জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।
প্রতিনিধিদলে আরও থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।
এ বিষয়ে সালাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি কী পর্যায়ে রয়েছে, তা জানতে এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই তারা নির্বাচন কমিশনে যাচ্ছেন। তিনি বলেন, “নির্বাচনি আইন সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে কমিশনের সঙ্গে কথা বলব। পাশাপাশি, আমাদের কিছু প্রস্তাবও তুলে ধরব।”
এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটিই হবে বিএনপির সঙ্গে তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বিএনপি এ বছরের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন চায় এবং দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গঠনে কাজ করছে। এর অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটি। এই পরিকল্পনার ধারাবাহিকতায় বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে।
thebgbd.com/NA