ঢাকা | বঙ্গাব্দ

ভারতের বক্তব্যের কড়া জবাব ঢাকার

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ ফেব্রুয়ারি, ২০২৫
ভারতের বক্তব্যের কড়া জবাব ঢাকার ছবি : সংগৃহীত।

ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির সরকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এই হস্তক্ষেপ ভালোভাবে নেয়নি ঢাকা।


আজ রোববার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। ধানমন্ডি ৩২ নম্বরে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে অবস্থান পরিষ্কার করেছে।"


তিনি আরও বলেন, "বাংলাদেশ কখনো অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে মন্তব্য করে না। আমরাও একই ধরনের আচরণ আশা করি।"


দিল্লিতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বানোয়াট মন্তব্যের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ঢাকা ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।


এর আগে, গত বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় এক দিনের ব্যবধানে দিল্লিও বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে।



thebgbd.com/NA