ঢাকা | বঙ্গাব্দ

রেমিট্যান্স নিয়ে এলো সুবাতাস

চলতি ফেব্রুয়ারির প্রথম আট দিনে দেশে এসেছে ৬৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ ফেব্রুয়ারি, ২০২৫
রেমিট্যান্স নিয়ে এলো সুবাতাস ছবি : সংগৃহীত।

চলতি ফেব্রুয়ারির প্রথম আট দিনে দেশে এসেছে ৬৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার (প্রায় ৮,১৮৫ কোটি টাকা) রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের আজকের (৯ ফেব্রুয়ারি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৮ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের জানুয়ারির একই সময়ে এই পরিমাণ ছিল ৫৩ কোটি ৫২ লাখ ডলার, যা তুলনামূলকভাবে কম।


রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ৩০ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ লাখ ৯০ হাজার ডলার।


গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। ২০২৪ সালের পুরো বছরে দেশে রেমিট্যান্স এসেছে ২,৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।



thebgbd.com/NA