ঢাকা | বঙ্গাব্দ

কংগ্রেসের ‘দখলে’ ৩০ আপ সাংসদ?

কংগ্রেসের দাবি, পাঞ্জাবের প্রায় ৩০ জন আপ সাংসদ যোগাযোগ রেখেছেন। তাই মঙ্গলবার পাঞ্জাবের সাংসদদের নিয়ে বৈঠক কেজরিওয়ালের।
  • অনলাইন ডেস্ক | ১০ ফেব্রুয়ারি, ২০২৫
কংগ্রেসের ‘দখলে’ ৩০ আপ সাংসদ? অরবিন্দ কেজরিওয়াল

দিল্লি বিধানসভা ভোটের হারের পর পাঞ্জাবে আম আদমি পার্টি (আপ)-র নেতা-মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) পাঞ্জাবে আপের সব মন্ত্রী এবং বিধায়ককে নিয়ে ওই বৈঠকে বসার কথা রয়েছে তার। দিল্লিতে আপের হারের পরেই পাঞ্জাবে দলবদলের গুঞ্জন ছড়ায়। সে রাজ্যের কংগ্রেস নেতারা দাবি করেছেন, আপের প্রায় ৩০ জন বিধায়কের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। 


দিল্লিতে এক দশকের আপ শাসনের অবসান হয়েছে। ২৭ বছর পরে রাজধানীতে ক্ষমতায় ফিরছে বিজেপি। দিল্লির ভোটে কেজরির দল পরাস্ত হওয়ার পরেই পাঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা প্রতাপ সিংহ বাজওয়া দাবি করেন, অনেক দিন ধরেই আপ সাংসদদের সঙ্গে যোগাযোগ রয়েছে। বাজওয়ার কথায়, ‘তারা বুঝতে পেরেছেন চাঁদে যাওয়ার টিকিট দেওয়া হয়েছে। সেখান থেকে ফেরার টিকিট দেওয়া হয়নি।’ তারপর থেকেই জল্পনা, পাঞ্জাবে আপ সাংসদদের একাংশকে নিজেদের দিকে টেনে নিতে পারে কংগ্রেস।


২০২২ সালে পাঞ্জাবের বিধানসভা ভোটে কংগ্রেসকে হারায় কেজরির দল। দিল্লির পরে পাঞ্জাবেও গঠিত হয় আপ সরকার। ১১৭টি আসনের মধ্যে ৯২টি আসনেই জয়ী হয় আপ। কংগ্রেস পায় মাত্র ১৮টি আসন। শিরোমণি অকালি দল জেতে তিনটি আসনে। দিল্লির ভোটের পর বাজওয়া বলেন, ‘পাঞ্জাববাসী তথাকথিত কট্টর ন্যায়পরায়ণ দলের আসল মুখ দেখে ফেলেছেন। দিল্লির ভোটের ফল আপের শেষের শুরুর দিকে ইঙ্গিত করছে।’


দিল্লির ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পরেই পাঞ্জাবের মন্ত্রী-সাংসদদের নিয়ে কেজরির বৈঠককে অবশ্য একটি ‘চলমান প্রক্রিয়া’ হিসাবেই ব্যাখ্যা করছেন আপ সাংসদ মলবিন্দর সিংহ। তার বক্তব্য, আগামীর রূপরেখা তৈরি করতে দলীয় নেতাদের মতামত গ্রহণ করবেন কেজরি। মলবিন্দর বলেন, ‘ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করাতে এই সাংগঠনিক বৈঠক করা হচ্ছে। আগামীকাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং অন্যদের নিয়ে বৈঠক করবেন কেজরিওয়াল।’


সূত্র: পিটিআই


এসজেড