বাংলাদেশ ব্যাংক চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে, যেখানে নীতি সুদহার (১০ শতাংশ) অপরিবর্তিত রাখা হয়েছে।
সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২২ সালের মে মাসে ৫ শতাংশ নীতি সুদহার থেকে শুরু করে এখন পর্যন্ত এটি ১০ বার বাড়ানো হয়েছে। সর্বশেষ গত বছরের ২২ অক্টোবর নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়। তবে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপের পরও কাঙ্ক্ষিত ফল না আসায় এবারের মুদ্রানীতিতে সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে।
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৯.৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা প্রথমার্ধের মতোই অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, সরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৭.৫ শতাংশ করা হয়েছে, যা আগের ১৪.২ শতাংশ থেকে বেড়েছে।
উদ্যোক্তারা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে সুদহার বাড়ালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না, বরং বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থনীতিবিদরাও এ বিষয়ে একই মত দিয়েছেন। সামগ্রিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এবার নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
thebgbd.com/NIT