বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আর কোনো মাদার পার্টি হতে দেয়া যাবে না। মাদার পার্টির বদলে ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতি গড়ে তোলা হবে।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে নেতার ছেলেরা বিদেশে পড়ে, আবার নেতা হয়ে দেশে ফিরে আসে। আর যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা নেতার ছেলের পিছনে কামলা খেটে একাডেমি জীবন শেষ করতে হয়।
তিনি আরও বলেন, আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টি সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হক। আমরা চাই না মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য আর কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হক।
এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ডেভিল শুধু ছাত্রলীগ, যুবলীগের ব্যানারেই ছিল না, অন্যান্য দলের ব্যানারেও ছিল, তাই যাদের কাজেই ডেভিলের মত হবে তাদের বিরুদ্ধেই পরিচালিত যেন হয় অপারেশন ডেভিল হান্ট।
thebgbd.com/NA