ঢাকা | বঙ্গাব্দ

সালমান রুশদির ওপর হামলাকারীর বিচার শুরু

সালমান রুশদির ওপর ছুরি হামলার ঘটনায় অভিযুক্ত হাদি মাতারের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
  • অনলাইন ডেস্ক | ১১ ফেব্রুয়ারি, ২০২৫
সালমান রুশদির ওপর হামলাকারীর বিচার শুরু ছবি : সংগৃহীত।

বুকারজয়ী ব্রিটিশ-ভারতীয় লেখক সালমান রুশদির ওপর ছুরি হামলার ঘটনায় অভিযুক্ত হাদি মাতারের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সোমবার (১০ ফেব্রুয়ারি) চতাকুয়া কাউন্টির আদালতে তাকে হাজির করা হয়।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আদালতকক্ষে প্রবেশ করেই পাবলিক গ্যালারির দিকে তাকিয়ে মাতার উচ্চারণ করেন, ‘ফিলিস্তিন মুক্ত হোক।’


২০২২ সালে নিউইয়র্কের এক সাহিত্য অনুষ্ঠানে রুশদির ওপর ছুরি হামলা চালানো হয়। মঞ্চে উঠে লেখককে ১০ বার ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে মাতারের বিরুদ্ধে। ওই হামলায় রুশদি এক চোখের দৃষ্টিশক্তি এবং এক হাতের কর্মক্ষমতা হারান, এছাড়া তার লিভারও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।


ওই বছরের আগস্টে শাটাকোয়া ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এ হামলার শিকার হন রুশদি। তখন তাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মাতার দৌড়ে মঞ্চে উঠে ছুরি নিয়ে আক্রমণ চালান।


১৯৮৮ সালে প্রকাশিত ‘স্যাটানিক ভার্সেস’ উপন্যাসের জন্য সালমান রুশদি দীর্ঘ সময় ধরে হত্যার হুমকি পেয়ে আসছিলেন। বিতর্কিত এই বইটি বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দেয় এবং বিভিন্ন দেশে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।


হাদি মাতার একজন মার্কিন নাগরিক হলেও তিনি রুশদিকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।

 


thebgbd.com/NA