ঢাকা | বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যাকাণ্ড: ২ মার্চের মধ্যে প্রতিবেদন না এলে রাজপথে নামবে সাংবাদিকরা

সাগর-রুনি হত্যাকাণ্ডের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল না হলে রাজপথে নামবে সাংবাদিকরা।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ ফেব্রুয়ারি, ২০২৫
সাগর-রুনি হত্যাকাণ্ড: ২ মার্চের মধ্যে প্রতিবেদন না এলে রাজপথে নামবে সাংবাদিকরা ছবি : সংগৃহীত।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আগামী ২ মার্চের মধ্যে দাখিল না হলে রাজপথে কর্মসূচি দিয়ে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এ কথা জানান। তিনি বলেন, "আমরা ২ মার্চ পর্যন্ত অপেক্ষা করব। যদি সেদিনও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া হয়, তাহলে সংগ্রাম কমিটি গঠন করে রাজপথে নামব এবং জোরালো আন্দোলন করব।"


এছাড়া, হত্যাকাণ্ডের বিচার দাবিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের একটি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবে বলে জানান তিনি।


ডিআরইউ সভাপতি আরও বলেন, গত ১৩ বছরেও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। বিচার প্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আমরা নতুন সরকারের কাছে আশা করছি, এবার আমরা সুবিচার পাব। যদি না পাই, তাহলে কেয়ামত পর্যন্ত বিচার দাবিতে আন্দোলন চালিয়ে যাব।


সমাবেশে সিনিয়র সাংবাদিকরা দাবি জানান, সাগর-রুনি হত্যার দিনটিকে ‘সাংবাদিক সুরক্ষা দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে। তারা বলেন, আমরা আর এই হত্যার বিচারের দাবি তুলতে চাই না, এবার চাই দ্রুত বাস্তবায়ন।


সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, ডিআরইউর সাবেক নেতৃবৃন্দসহ অনেকে।


thebgbd.com/NA