ঢাকা | বঙ্গাব্দ

বাংলায় লেখা বোর্ড নিয়ে মাস্কের আপত্তি

পূর্ব লন্ডন গঠনে বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিয়ে ২০২২ সালে হোয়াইটচ্যাপেল টিউব স্টেশনে বাংলায় লেখা নামফলক বসানো হয়।
  • অনলাইন ডেস্ক | ১১ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলায় লেখা বোর্ড নিয়ে মাস্কের আপত্তি বাংলায় নামফলক নিয়ে মাস্কের টুইট।

লন্ডনে কেন বাংলায় লেখা নামফলক থাকবে? ইংল্যান্ডের রাস্তাঘাট, দোকান— সব জায়গায় কেবল ইংরেজিতে লেখা নামফলক থাকা উচিত। সমাজমাধ্যমে এমনই দাবি তুলেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুপার্ট লোয়ি। গ্রেট ইয়ারমাউথের ওই আইনপ্রণেতার সমর্থনে এগিয়ে কথা বললেন প্রযুক্তি মোগল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ঘনিষ্ঠ’ ইলন মাস্ক। লন্ডনে বাংলায় লেখা নামফলক থাকা উচিক কি না, টুইট করে সেই বিতর্কের আগুন ঘি ঢাললেন মাস্ক।


পূর্ব লন্ডন গঠনে বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিয়ে ২০২২ সালে হোয়াইটচ্যাপেল টিউব স্টেশনে বাংলায় লেখা নামফলক বসানো হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) হোয়াইটচ্যাপেল টিউবের নামফলকের ছবি পোস্ট করেন রুপার্ট। সেখানে তিনি লেখেন, ‘স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতে থাকা উচিত। অন্য কোনও ভাষায় নয়।’ রিফর্ম ইউকে পার্টির এমপি-র ওই পোস্টে পক্ষে এবং বিপক্ষে নানা মন্তব্য হয়েছে। 


বিতর্ক জোরালো হয়, যখন টেসলা-র কর্ণধার, এক্সের মালিক মাস্ক স্বয়ং এ নিয়ে মন্তব্য করেন। তিনি পোস্টের সমর্থনে শুধু লেখেন ‘ইয়েস’ (হ্যাঁ)। অর্থাৎ, শুধু ইংরেজিতে নাম থাকাই বাঞ্ছনীয়। বস্তুত, মাস্ক সম্প্রতি রিফর্ম ইউকে পার্টির নেতৃত্বে নাইজেল ফারাজের পরিবর্তে রুপার্টকে বসানোর পক্ষে মত দিয়েছেন। তারপর মাস্কের এই সমর্থন রাজনৈতিক ভাবে ‘তাৎপর্যপূর্ণ’।


লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় অনেক বাংলাভাষী মানুষের বাস। বিশেষত, অনেক বাংলাদেশি থাকেন। ব্রিটিশ বাংলাদেশিরা ওই জায়গায় ‘কলোনি’ গড়ে তুলেছেন। বছর তিনেক আগে ওই এলাকায় বাংলায় লেখা নামফলক বসানো হয়। নীলের উপর সাদা কালিতে লেখা হয়, ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’। 


লন্ডনে ওই বোর্ড দেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সমাজমাধ্যমে লিখেন, ‘এটা বাংলার মানুষ হিসাবে গর্বের, লন্ডন টিউব রেল কর্তৃপক্ষ স্টেশনের নাম বাংলাতে করেছে। এর দ্বারা প্রমাণিত হয় হাজার বছরের বাংলা ভাষার গুরুত্ব এবং কী ভাবে তা বিশ্বজনীন হয়ে উঠছে। এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের জয়।’ এখন ওই নামফলক নিয়ে শুরু হওয়া বিতর্ক মাস্কের মন্তব্যে নয়া মাত্রা পেয়েছে।


সূত্র: এনডিটিভি