ঢাকা | বঙ্গাব্দ

কেন কাঁদছেন পূজা চেরি

বিশ্ব মা দিবস আজ। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে দিনটিকে ‘মা দিবস’ হিসেবে উদযাপন করা হয়।
  • | ১২ মে, ২০২৪
কেন কাঁদছেন পূজা চেরি সংগৃহীত

বিশ্ব মা দিবস আজ। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে দিনটিকে ‘মা দিবস’ হিসেবে উদযাপন করা হয়। এদিন সন্তানরা বিশেষভাবে স্মরণ করেন মাকে। আর বিশেষ এই দিনটিতে মায়ের কথা ভেবে মন খারাপ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির।


চলতি বছরের গত ২৪ মার্চ রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয়েছে পূজা চেরির মা ঝর্ণা রায়ের। মায়ের মৃত্যুর পর থেকেই মন ভালো নেই এ অভিনেত্রীর।


সময়-অসময়ে মায়ের কথা মনে করে স্মৃতিকাতর হয়ে উঠেন। সেই ধারাবাহিকতার ব্যতিক্রম হয়নি এই মা দিবসেও। দিনটিতে সকালেই চোখ ভিজেছে এ নায়িকার।


এদিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে মা ঝর্ণা রায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন পূজা চেরি। সেখানে ক্যাপশনে লেখেন, ‘মামণি দেখেছ? তুমি কি পচা কাজ করেছ, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে জল পরতে দিলে! সারা জীবনই তো এই জল পরবে গো মা। কি করে থামাব?’


এরপরই মায়ের শাসনের কথা স্মরণ করেছেন ‘দহন’ খ্যাত এ নায়িকা। তিনি লিখেছেন, ‘উফ খুব কষ্ট হচ্ছে মামণি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামণি আর মনে রেখো, তোমার হাতের লাঠিটা অনেক মিস করি, অনেক অনেক অনেক।’ এছাড়াও সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘ভালো থাকুক পৃথিবীর সব মা।’ 


প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে বড়পর্দায় অভিষেক হয় পূজার। 


ক্যারিয়ারের শুরু থেকেই এ অভিনেত্রীর সঙ্গে ছায়ার মতো জড়িয়েছিলেন তার মা। বিভিন্ন স্থানে শুটিং থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট মিটিংয়ে মা ঝর্ণা রায়কে সঙ্গে রাখতেন পূজা।