রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে রাজি! আগেই জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বার আরও এক ধাপ এগিয়ে তিনি জানান, ইউক্রেন অধিকৃত কুর্স্কও রাশিয়াকে ছেড়ে দেওয়া হবে। তবে তার জন্য শর্তও চাপিয়েছেন তিনি। তার দাবি, রাশিয়া এবং ইউক্রেন, উভয় দেশকে আলোচনার টেবিলে বসানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবং কুর্স্কের বদলে ইউক্রেনকে ফেরত দিতে হবে রাশিয়া অধিকৃত ভূখণ্ডও।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমরা এক অঞ্চলের পরিবর্তে অন্য এলাকা চাই।’ কুর্স্কের বদলে রাশিয়ার হাত থেকে অন্য অঞ্চল চান জেলেনস্কি? ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, তাদের কাছে সব অঞ্চলই গুরুত্বপূর্ণ। তাই কোনও অঞ্চলের ব্যাপারে অগ্রাধিকার নেই। আলোচনার মাধ্যমেই বিষয়টি চূড়ান্ত করতে রাজি জেলেনস্কি।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল নেয় রাশিয়া। ২০২২ সালে সেপ্টেম্বরে দোনেৎস্ক, লুহানস্ক ও ঝাপোরিঝিয়া-সহ মোট চারটি এলাকায় গণভোট করান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর সেনাবাহিনীর তত্ত্বাবধানে হওয়া ওই নির্বাচনে ৯৯ শতাংশের বেশি ভোট যায় তার পক্ষে। এরপর সংশ্লিষ্ট এলাকাগুলিকে রুশ ভূখণ্ড বলে ঘোষণা করেন তিনি।
দিন কয়েক আগেই ট্রাম্প জানান, যুদ্ধে মৃত্যু তিনি চান না। যুদ্ধ থামাতে তিনি উদ্যোগী হবেন। তারপরই টেনে আনের ইউক্রেন এবং রাশিয়ার প্রসঙ্গ। ট্রাম্প বলেন, প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাবেন তিনি। এ ব্যাপারে পুতিনের সঙ্গে আলোচনা করে অনেকটা দূর এগিয়েছেন তিনি। প্রেসিডেন্ট হয়েই পূর্ব ইউরোপে যুদ্ধ বন্ধ করার উপর জোর দিয়েছেন তিনি। এর প্রথম পদক্ষেপ হিসাবে ইউক্রেনকে হাতিয়ার ও গোলা-বারুদ সরবরাহ বন্ধ করার নির্দেশেও সই করতে দেখা গিয়েছে তাকে।
সূত্র: গার্ডিয়ান
এসজেড