সন্তান জন্ম দিয়ে তাকে লালন-পালন করে বড় করে তুলে প্রত্যেক মা-বাবার তথা পরিবারের দায়িত্ব। তবে মার্কিন এক নারী তার সেই মা-বাবার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, তাকে জন্ম দেওয়ার আগে তার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি কেন। কেনই বা তিনি এখানে তাদের সাথে বেড়ে উঠতে রাজি কিনা তা জানা হয়নি।
রোববার ১২ মে ইন্ডিপেনডেন্টস ইন্ডির প্রতিবেদন সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কাস থিয়াজ নামের ওই নারী তার টিকটক অ্যাকাউন্টে একাধিক ভিডিওতে মামলার কারণ ব্যাখ্যা করেন।
কাস থিয়াজ বলেন, ‘আমি মা ও বাবার বিরুদ্ধে মামলা করেছি কারণ, আমি আসলে এখানে থাকতে চাই কিনা তা দেখার জন্য আমার জন্মের আগে তারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি।’
নিজের মা-বাবার বিরুদ্ধে মামলা করলেও তার নিজের কিন্তু সন্তান রয়েছে। তাই আরেকটি ভিডিওতে কাস থিয়াজ নিজের সন্তান থাকার বিষয়টিও ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমার সন্তানদের আমি গর্ভধারণ করিনি। সুতরাং তাদের দোষ আমার উপর বর্তায় না। ‘এটা আমার দোষ নয় যে তারা এখানে আছে। কারণ, তাদের গর্ভধারণের অনুমতি দেওয়ার জন্য আমি কেউ নয়।’
তিনি বলেন, আপনি যদি গর্ভবতী হন, তবে আপনাকে এমন একটি মাধ্যমে যেতে হবে যার মাধ্যমে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর তাদের জিজ্ঞেস করে নিবেন, সন্তান আপনার সাথে থাকতে চায় কিনা।
মিসেস থিয়াজ বলেন, আমি আমার বাবা-মার বিরুদ্ধে মামলা করেছি, কারণ তারা আমাকে গর্ভে এনেছেন, আমাকে জন্ম দিয়েছেন এবং আমাকে বড় করেছেন। অথচ তারা আমাকে জিজ্ঞেস করেননি, আমি এখানে থাকতে রাজি কি-না।
থিয়াজ বলেন, তবে আপনি যখন দত্তক নেন তখন এটি আলাদা বিষয়। কারণ তারা এখানে আছে এটা আমার দোষ নয়। আমি শুধু একজন ভালো মানুষ হতে এবং তাদের সাহায্যকরার চেষ্টা করছি।