ঢাকা | বঙ্গাব্দ

ইসিকে ২৩ প্রস্তাব জামায়াতের

জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জানিয়েছে, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
ইসিকে ২৩ প্রস্তাব জামায়াতের ছবি : সংগৃহীত।

জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জানিয়েছে, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ছয় সদস্যের জামায়াত প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে।


বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, "নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ ও বিভাগ জড়িত। এগুলো সংস্কার ছাড়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।"


জামায়াতের পক্ষ থেকে ইসিকে ২৩টি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, "আমরা পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলছি না। নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন, তা অন্তর্বর্তী সরকারকেই করতে হবে।"


জামায়াত নির্দিষ্ট সময়ের জন্য এই অন্তর্বর্তী সরকারের প্রস্তুতির পক্ষে বলেও মন্তব্য করেন তিনি।


thebgbd.com/NA