ঢাকা | বঙ্গাব্দ

জার্মানিতে প্রায় ৪ হাজার ব্যাংককর্মী ছাঁটাই

দেড়শো বছরেরও পুরানো ১৮৭০ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি শুধু জার্মানি নয় ইউরোপের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান।
  • অনলাইন ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
জার্মানিতে প্রায় ৪ হাজার ব্যাংককর্মী ছাঁটাই জার্মান কমার্জব্যাংকের একটি শাখা।

জার্মানির অন্যতম ঋণদাতা প্রতিষ্ঠান কমার্জব্যাংক বৃহস্পতিবার জানিয়েছে, তারা ২০২৮ সালের মধ্যে প্রায় ৩ হাজার ৯০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। তারা ইতালীয় ব্যাংক ইউনিক্রেডিটের সঙ্গে চুক্তির চাপ মোকাবেলা করার চেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে। ফ্রাঙ্কফুট থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।


জার্মানির দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডিজিটালাইজেশনের ফলে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অবস্থানের বর্ধিত ব্যবহার আরও কর্মী ছাঁটাইয়ের সঙ্গে যুক্ত হবে।’ ঘোষণার ফলে প্রতিষ্ঠানটির অনেক কর্মকর্তা কর্মচারীই হতাশা প্রকাশ করেছেন। নাম প্রকাশে একজন কর্মকর্তা বলেন, ‘যে কোনও দিন ছাটাইয়ের চিঠি আসবে, এমন আশঙ্কা নিয়ে কাজ করা প্রায় অসম্ভব।’


দেড়শো বছরেরও পুরানো ১৮৭০ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি শুধু জার্মানি নয় ইউরোপের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। শুধু জার্মানিতেই এর চার শতাধিক শাখা রয়েছে।


সূত্র: এএফপি


এসজেড