ঢাকা | বঙ্গাব্দ

আফগানিস্তানে মন্ত্রণালয়ের সামনে হামলা!

বৃহস্পতিবারের এই হামলায় আইএস জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলেই মনে করছে আফগান প্রশাসন।
  • অনলাইন ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
আফগানিস্তানে মন্ত্রণালয়ের সামনে হামলা! আবাসন মন্ত্রণালয়ের সামনে বিধ্বস্ত গাড়ি।

আফগানিস্তানের আবাসন মন্ত্রণালয়ের দপ্তরে আত্মঘাতী হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন এএফপিকে জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী জোরপূর্বক দপ্তরে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাকে আটকানোর চেষ্টা করে বিপদ বুঝে তাকে গুলি করে। এ সময় হামলাকারীর শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে হামলাকারী নিহত হন। হামলায় আহত তিনজনের অবস্থা গুরুতর।


এই হামলার দায় এখনও কোনও কেউ স্বীকার করেনি বলে দাবি করা হয়েছে। ২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী একের পর এক হামলা চালাচ্ছে বলে দাবি আফগান প্রশাসনের। এর আগেও বেশ কয়েকটি হামলায় আফগান প্রশাসনের শীর্ষ কর্তা, কূটনীতিক, রাষ্ট্রদূত এমনকি সাধারণ নাগরিকদের শিকার বানিয়েছে আইএস।


বৃহস্পতিবারের এই হামলায় আইএস জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলেই মনে করছে আফগান প্রশাসন। ডিসেম্বরেও বড় আত্মঘাতী হামলা চালানো হয় আফগানিস্তানে। সেই সময় আইএস জঙ্গিরা সেই হামলার দায় স্বীকার করে। বৃহস্পতিবারের হামলার কয়েক ঘণ্টা আগেই উত্তর আফগানিস্তানে একটি ব্যাঙ্কে হামলা চালায় আইএস জঙ্গি। সেই হামলায় নিহত হয়েছেন আট সাধারণ নাগরিক।


সূত্র: এএফপি


এসজেড