দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানের এক হোটেলে শুক্রবার অগ্নিকাণ্ডে ছয় জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় কমপক্ষে আরও ২৫জন আহত হয়েছেন। ন্যাশনাল ফায়ার এজেন্সির বরাত দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ১১টার কিছু আগে ব্যানিয়ান ট্রি হোটেলের একটি নির্মাণস্থলে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেই সময় শতাধিক শ্রমিক ঘটনাস্থলে ছিলেন। ন্যাশনাল ফায়ার এজেন্সির একজন কর্মকর্তা এএফপিকে জানান, তাদের মধ্যে বেশ কয়েকজন ‘হৃদরোগে’ আক্রান্ত হয়। এখন পর্যন্ত তাদের মধ্যে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
কর্মকর্তা আরো জানান, অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন। অগ্নিনির্বাপক বিভাগ সাংবাদিকদের জানান, নির্মাণস্থলের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকরা সেখানে নিরোধক উপকরণ মজুত রেখেছিল।
অর্থ মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ‘আগুন নেভানোর জন্য সমস্ত কর্মী এবং সরঞ্জাম সম্পূর্ণরূপে একত্রিত করার’ নির্দেশ দেন।’ চোই বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় হতাহত রোধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত, পাশাপাশি অগ্নিনির্বাপকদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।’
সূত্র: এএফপি
এসজেড