ঢাকা | বঙ্গাব্দ

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংক্ষিপ্ত বার্তায়।


প্রেস উইংয়ের দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবার বিকেল ৫টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


সামিটে যোগদানের পাশাপাশি আমিরাত সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা শিথিলকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের সম্ভাবনা এবং দুই দেশের মধ্যে শিক্ষা ও ক্রীড়া সহযোগিতা আরও গভীর করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।


thebgbd.com/NA