ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমায় হামলার গুজব, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ

বিশ্ব ইজতেমায় হামলা হতে পারে—এমন গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিশ্ব ইজতেমায় হামলার গুজব, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ ছবি : সংগৃহীত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, বিশ্ব ইজতেমায় হামলা হতে পারে—এমন গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তার সঙ্গে কথা বলা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টঙ্গীর ইজতেমা ময়দানের ২ নম্বর গেটের ভেতরে বিদেশি খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


জিএমপি কমিশনার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের যে আইডি থেকে হামলার গুজব ছড়ানো হয়েছিল, তার মালিককে ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজন হলে তাকে আটক বা গ্রেপ্তার করা হবে।


এদিকে, সব কিছু স্বাভাবিক থাকলে আগামীকাল রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত চলাকালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হবে।


সাদপন্থীদের আয়োজিত এবারের ইজতেমায় আইনশৃঙ্খলা নিশ্চিতে ৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি র‍্যাবসহ অন্যান্য বাহিনীও দায়িত্ব পালন করছে। জিএমপি কমিশনার জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, সার্ভেইল্যান্স টিম, ৩৫টি বাইনোকুলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি মোবাইল টিম কাজ করছে। এছাড়া, হকার উচ্ছেদের জন্য পুলিশ ও ম্যাজিস্ট্রেট যৌথভাবে অভিযান চালাচ্ছে।


তিনি আরও জানান, বোম ডিসপোজাল ইউনিটসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন হয়েছে। অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ এবং ইতোমধ্যে ড্রোন সার্ভেইল্যান্স কার্যক্রম চালু করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।



thebgbd.com/NA