ঢাকা | বঙ্গাব্দ

হজযাত্রীদের ভিসা ইস্যুর সময় না বাড়লেও চালু আছে ই-ভিসা

ভিসা ইস্যুর মেয়াদ শনিবার শেষ হলেও ভিসা পায়নি ১১ হাজারের বেশি হজযাত্রী।
  • | ১৩ মে, ২০২৪
হজযাত্রীদের ভিসা ইস্যুর সময় না বাড়লেও চালু আছে ই-ভিসা ফাইল ছবি

ভিসা ইস্যুর মেয়াদ শনিবার শেষ হলেও ভিসা পায়নি ১১ হাজারের বেশি হজযাত্রী। তবে হজ এজেন্সিদের সংগঠন হাব বলছে, সৌদি আরব সময় না বাড়ালেও ই-ভিসা পদ্ধতি চালু রয়েছে।


গতকাল রোববার ধর্ম মন্ত্রণালয় বলেছে, নিবন্ধন করা সবাই সৌদি আরব যেতে পারবেন বলে আশা করা যাচ্ছে।


হজ চুক্তি অনুযায়ী, ২৯ এপ্রিলের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করতে বলেছিল সৌদি আরব। কিন্তু বাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয় আরও দুই দফা। সবশেষ শনিবার ভিসা ইস্যুর সময় শেষ হলেও ১১ হাজারের বেশি হজযাত্রী ভিসা পায়নি।


হজ অফিস পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভিসা ইস্যুর মেয়াদ শনিবার শেষ হলেও এরই মধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। আশা করা যাচ্ছে, নিবন্ধন করা সবাই হজে যেতে পারবেন।


এখনও ভিসা না পাওয়া বেশিরভাগই বেসরকারি হজযাত্রী। এজেন্সিদের সংগঠন হাবের সভাপতি শাহাদত হোসাইন তসলিম বলছেন, সৌদি আরব সময় না বাড়ালেও ই-ভিসা পদ্ধতি চালু রয়েছে। তাই চাইলেই ভিসা করতে পারছে এজেন্সিগুলো।


৯ মে থেকে রোববার দুপুর পর্যন্ত ২৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ১১ হাজার ১৭ যাত্রী।