ঢাকা | বঙ্গাব্দ

অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নে ডিসিদের নির্দেশ

অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নে ডিসিদের নির্দেশ।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নে ডিসিদের নির্দেশ ছবি : সংগৃহীত।

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে বহু প্রকল্প অসমাপ্ত অবস্থায় রয়েছে, কারণ আগের ঠিকাদাররা কাজ শেষ না করেই চলে গেছেন। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা কার্যকর পরিকল্পনা করে কাজ সম্পন্ন করতে পারেন।


রোববার ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ডিসিদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।


স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদে সদস্য হতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে স্কুলের জন্য ন্যূনতম বিএ এবং কলেজের জন্য এমএ পাশ হওয়া প্রয়োজন।


তিনি বলেন, আগামী বছর থেকে প্রান্তিক এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠ্যবই দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে হবে। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসকদের এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে, যাতে জনগণ একটি গণতান্ত্রিক নির্বাচনের অভিজ্ঞতা পেতে পারে।


thebgbd.com/NA