ঢাকা | বঙ্গাব্দ

১৫ দিনে এলো ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স

চলতি ফেব্রুয়ারি মাসেও রেমিট্যান্সের ধারাবাহিকতা বজায় রয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
১৫ দিনে এলো ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স ছবি : সংগৃহীত।

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাময়িকভাবে কমে গিয়েছিল, কারণ অনেক প্রবাসী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখেছিলেন। তবে পরবর্তীতে পরিস্থিতি পরিবর্তন হলে রেমিট্যান্সের প্রবাহ আবারও স্বাভাবিক হয়ে ওঠে এবং গত ছয় মাস ধরে প্রতি মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে।


চলতি ফেব্রুয়ারি মাসেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। মাসের প্রথম ১৫ দিনে ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৯ কোটি টাকা। এর আগে জানুয়ারি মাসে প্রবাসীরা ২.১৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা টানা ছয় মাসের ঊর্ধ্বমুখী ধারার অংশ।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৩০ লাখ ডলার। তবে এই সময়ের মধ্যে ১১টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি, যার মধ্যে রয়েছে বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।


২০২৪ সালের ডিসেম্বর মাসে দেশে রেকর্ড পরিমাণ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা এক মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা এবার ছাড়িয়ে গেছে।


২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে এই পরিমাণ ছিল এক হাজার ৮০ কোটি ডলার। এই প্রবণতা বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে।


thebgbd.com/NA