স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন যে, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে দুর্নীতি আগের চেয়ে অনেক কমেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, দেশের সমুদ্র সম্পদ রক্ষায় কোষ্টগার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। তিনি তার বক্তব্যে বলেন, স্বল্প জনবল নিয়েও কোষ্টগার্ড সমুদ্র ও সমুদ্রের সম্পদ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তে কোষ্টগার্ড ও বিজিবি সজাগ রয়েছে এবং সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে দেবে না।
তিনি এসময় পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বন্ধের সিদ্ধান্তের কথাও বলেন, তবে রোহিঙ্গারা যাতে সুযোগ না নিতে পারে সে জন্য এনআইডি যাচাই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি।
thebgbd.com/NA