ঢাকা | বঙ্গাব্দ

দিল্লিতে ৪.০ মাত্রার ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৪ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
  • অনলাইন ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
দিল্লিতে ৪.০ মাত্রার ভূমিকম্প দিল্লিতে ভূমিকম্প।

ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশেপাশের এলাকায় সোমবার ভোরে ৪ দশমিক শূন্য মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। দিল্লিই ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


তাৎক্ষণিকভাবে বড় ধরণের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের ফলে ভবনগুলো কাঁপতে থাকায় বাসিন্দারা বাইরে ছুটে আসেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৪ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। 


দিল্লি পুলিশ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে পুলিশের সাহায্যের জন্য একটি জরুরি নম্বর জারি করে জানিয়েছে, আমরা আশা করি, আপনারা সবাই নিরাপদে আছেন।


সূত্র: এএফপি


এসজেড