ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতির নতুন ধাপ আলোচনা করবে ইসরায়েল

রুবিও বলেন, হামাস সামরিক বা সরকারি বাহিনী হিসেবে চলতে পারে না। তাদের অবশ্যই নির্মূল করতে হবে।
  • অনলাইন ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
যুদ্ধবিরতির নতুন ধাপ আলোচনা করবে ইসরায়েল মার্কো রুবিও ও বেঞ্জামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাস ও ইরানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির ওপর ঐক্যমত্য প্রকাশ করার পর সোমবার (১৭ ফেব্রুয়ারি) ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করার কথা রয়েছে বলে জানা গেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিও তার প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েল সফর করেন। সোমবার তার সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। ১৫ মাসেরও বেশি ইসরায়েলের সঙ্গে লড়াই করা ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী সম্পর্কে রুবিও বলেন, হামাস সামরিক বা সরকারি বাহিনী হিসেবে চলতে পারে না। তাদের অবশ্যই নির্মূল করতে হবে। 


যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে। যদি গাজায় জঙ্গিদের হাতে আটক আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয় তাহলে নরকের দরজা খুলে দেওয়া হবে।’ ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে ষষ্ঠ বন্দী বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার একদিন পর এই মন্তব্য করা হয়। 


ইসরাইল এবং হামাস পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ট্রাম্পের ধ্বংসস্তূপ গাজার নিয়ন্ত্রণ নেওয়ার এবং এর দুই মিলিয়নেরও বেশি বাসিন্দাকে স্থানান্তরিত করার ঘোষণা সংক্রান্ত ব্যাপকভাবে সমালোচিত প্রস্তাব যুদ্ধবিরতির চুক্তির ওপর চাপ আরো বাড়িয়েছে। নেতানিয়াহু বলেন, আমরা গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছি। ওই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন।


সূত্র: এএফপি


এসজেড