রাজধানীর উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় আলফাজ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় গ্রেফতার কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোবারক হোসেন ও রবি রায়কে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক উভয় আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।
জানা যায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এসময় রিকশায় থাকা মকবুল ও তার স্ত্রী ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করেন এবং তাদেরকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এদিকে ঘটনার ঘণ্টা দুয়েক পর স্থানীয় জনতা ওই দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এঘটনায় আজ সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ভুক্তভোগীরা।
thebgbd.com/NA