ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত এক

ফরিদপুরের মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা।
  • | ১৩ মে, ২০২৪
ফরিদপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত এক সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আশিক হোসেন (২০) নিহত হন।


সোমবার (১৩ মে) ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত হেলপার আশিক হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার প্রতাপ গ্রামে।


করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী জানান, ঢাকা থেকে মাগুরাগামী পোল্ট্রি মুরগির খাবার বোঝাই ট্রাকটি ভোররাতে মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির হেলপার আশিক মারা যান।


তিনি আরও বলেন , ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার আশিক হোসেন। মরদেহ ও ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।


তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।