ঢাকা | বঙ্গাব্দ

চাকরির পড়াশোনা বন্ধ ঢাবির লাইব্রেরিতে

কেবল চাকরির পড়াশোনা করতে আগামী মাস থেকে (জুন) কোনও শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন না।
  • | ১৩ মে, ২০২৪
চাকরির পড়াশোনা বন্ধ ঢাবির লাইব্রেরিতে সংগৃহীত

কেবল চাকরির পড়াশোনা করতে আগামী মাস থেকে (জুন) কোনও শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন না। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।


গত শুক্রবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসটিতে এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।


তিনি জানান, আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ও মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের প্রবেশ বন্ধ করতে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‌‘আমরা বিশ্ববিদ্যালয়ে একটা পরিবর্তন আনার চেষ্টা করছি। আগামী বছর থেকে হলে শিক্ষার্থীদের নির্ধারিত কার্ড পাঞ্চ করে হলে প্রবেশ করতে হবে। ফলে মেয়াদোত্তীর্ণ ও বহিরাগতরা হলে প্রবেশ করতে পারবেন না।’


আবাসিক হলের পাশাপাশি লাইব্রেরিতেও পাঞ্চ সিস্টেম চালু হবে জানিয়ে উপাচার্য বলেন, ‘যারা কেবল বিএসসের পড়া পড়তে যান, তারা আগামী মাস থেকে লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন না।’


তিনি আরও বলেন, ‘এখন লাইব্রেরিতে সবাই বিসিএস পড়তে যান। দুয়েকজন হয়তো অ্যাকাডেমিক বই পড়ার জন্য যান। এর অর্থ, যে বিষয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করেন সে বিষয়ে তারা আনন্দ পান না। আনন্দ পেলে পাঠ্যসূচি নির্ভর পড়াশোনা তাদের ধ্যানজ্ঞান হওয়ার কথা।’


গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীনবরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, সাবেক শিক্ষার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. রাশেদা ইরশাদ নাসির উপস্থিত ছিলেন।