ঢাকা | বঙ্গাব্দ

জুভেন্টাসকে বিদায় করে শেষ ষোলোতে পিএসভি

প্লে অফ থেকেই ছিটকে গেছে ইতালিয়ান জায়ান্টরা। পিএসভির মাঠে ৩-১ গোলে হেরেছে তারা।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
জুভেন্টাসকে বিদায় করে শেষ ষোলোতে পিএসভি দারুণ লড়াই করে জুভেন্টাসকে বিদায় করে দিল ডাচ ক্লাব পিএসভি।

ঘরের মাঠে প্রথম লেগে পিএসভিকে ২-১ গোলে হারিয়েছিল জুভেন্টাস। তখন সকলেই ভেবেছিল শেষ ষোলোতে জুভেন্টাসের যাওয়া অনেকটাই নিশ্চিত। তবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্লে অফ থেকেই ছিটকে গেছে ইতালিয়ান জায়ান্টরা। পিএসভির মাঠে ৩-১ গোলে হেরেছে তারা।


প্রথমার্ধ গোলশূন্য থাকার পর গোলের শুরুটা করে স্বাগতিকরাই। ৫৩তম মিনিটে পেরিসিচ পিএসভিকে লিড এনে দেন। তবে সমতায় ফিরতে দেরি করেনি জুভেন্টাস। ৬৩ মিনিটে টিমোথি ওয়েহ জুভেন্টাসের হয়ে গোল করেন। তবে ৭৪তম মিনিটে সাইবারির গোলে আবারও লিড পেয়ে যায় পিএসভি। আর এই স্কোরলাইনেই শেষ হয় নির্ধারিত সময়।


দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৮তম মিনিটে রায়ান ফ্লেমিংগো পিএসভির হয়ে গোল করেন। যা আর পরিশোধ করতে পারেনি জুভেন্টাস। ফলে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে হেরে প্লে অফ থেকেই বিদায় নেয় জুভেরা।


thebgbd.com/NIT