মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুইজন সন্ত্রাসী নিহত এবং পাঁচজন দুর্বৃত্ত আটক হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটে।
বসিলা সেনা ক্যাম্পে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুরের লাউতোলা এলাকায় কুখ্যাত অপরাধীরা জড়ো হয়েছে। রাত ১২টা ৩০ মিনিটে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা টিনশেড বাড়ির ছাদ থেকে গুলি চালায়। আত্মরক্ষার্থে বাহিনী পাল্টা গুলি চালালে পাঁচ মিনিটের মধ্যে সংঘর্ষের অবসান ঘটে।
অভিযান শেষে পাঁচজন দুর্বৃত্ত আত্মসমর্পণ করে। ঘটনাস্থল থেকে লোডেড পিস্তলসহ গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়, যারা পরে নিহত বলে নিশ্চিত হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি সামুরাই চাপাতি। আটককৃত পাঁচজন এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
thebgbd.com/NIT