ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে বিচ্ছিন্ন দু-একটা ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক: ডিএমপি কমিশনার

শহীদ মিনারে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
রাজধানীতে বিচ্ছিন্ন দু-একটা ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক: ডিএমপি কমিশনার ছবি : সংগৃহীত

শহীদ মিনারে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে প্রবেশের জন্য গেট উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জনসমাগমে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নজরদারিতে রাখা হবে। সবাইকে মোবাইল, মানিব্যাগ ও সাথে থাকা জিনিসপত্র নিজ দায়িত্ব রাখার অনুরোধ তার।


তিনি জানান, আগামীকাল বেলা ২টা পর্যন্ত কয়েক স্তরের নিরাপত্তার অব্যাহত থাকবে। এখন পর্যন্ত কোনো ধরণের আশঙ্কা নেই। তবে সাথে কোনো ধরনের দাহ্য পদার্থ আনা যাবে না। শহীদ মিনারের চারদিকে পুলিশ মোতায়েন থাকবে। জঙ্গি হামলার আশংকা নেই।


কমিশনার বলেন, বিচ্ছিন্ন দু একটা মোবাইল ছিনতাই/ঘটনা ছাড়া রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পুলিশের মনোবল আগের চেয়ে ভালো।


thebgbd.com/NA