ঢাকা | বঙ্গাব্দ

গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পুনর্লিখন করা জরুরি: সামান্তা শারমিন

  • নিজস্ব প্রতিবেদক | ২০ ফেব্রুয়ারি, ২০২৫
গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পুনর্লিখন করা জরুরি: সামান্তা শারমিন ফাইল ছবি

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, গণপরিষদ নির্বাচন অবশ্যম্ভাবী এবং এর মাধ্যমে সংবিধান পুনর্লিখন করা জরুরি।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানে নারীর ভূমিকা’ শীর্ষক নারী সমাবেশে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, টানা তিনটি অবৈধ নির্বাচনের পর আরেকটি বিতর্কিত নির্বাচন মেনে নেওয়া যাবে না। জনগণকে আরেকটি প্রহসনের মুখোমুখি দাঁড় করানো উচিত নয়।


সামান্তা শারমিন আরও বলেন, ক্যাম্পাসগুলোতে নতুন ধারার রাজনীতি বিকশিত হচ্ছে, যা ভবিষ্যতে নতুন রাজনৈতিক দলের জন্ম দেবে। নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় এগিয়ে আসার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।


সাদিয়া ফারজানা দিনার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।


thebgbd.com/NIT