সুপারশপে কেনাকাটায় এখন থেকে ক্রেতাদের আর বাড়তি মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হবে না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ সংক্রান্ত নতুন আদেশের ফলে পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য হিসেবে যা লেখা থাকবে তা পরিশোধ করলেই হবে।
এতদিন সুপারশপে কেনাকাটায় বাড়তি সাড়ে ৭ শতাংশ ভ্যাট নেওয়া হত। নতুন এ আদেশের ফলে এখন থেকে ক্রেতারা বাড়তি ভ্যাট ছাড়াই সুপারশপে কেনাকাটা করতে পারবেন।
সম্প্রতি সুপারশপের মালিকদের মধ্যে আলোচনার পর ভ্যাট তুলে নেওয়ার নির্দেশনা জারি করেছে এনবিআরের মূসক আইন ও বিধি শাখা।
সম্প্রতি সুপারশপ মালিকদের সঙ্গে আলোচনা শেষে ভ্যাট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এনর মূসক আইন ও বিধি শাখা।
নির্দেশনায় বলা হয়েছে, সুপারশপগুলো যেহেতু আমদানি বা স্থানীয়ভাবে পণ্য ক্রয় করে সরবরাহ করে থাকে এবং কোনো নতুন মূল্য সংযোজন হয় না, সেহেতু ভ্যাটের ১৫ শতাংশ পরিশোধ করা হলে উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা দাখিল করার প্রয়োজন হবে না। এর ফলে, সুপারশপে পণ্য সরবরাহের ক্ষেত্রে জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
এতে আরো বলা হয়েছে, সুপারশপে অনেক পণ্যে নতুন উপকরণ যোগ করা হয় না, যার কারণে ভ্যাট পরিশোধে সমস্যা তৈরি হচ্ছিল। এরই মধ্যে সুপারশপ মালিকদের সঙ্গে আলোচনার পর এনবিআর এই সিদ্ধান্ত নেয়।
এছাড়া, গত বাজেটের মাধ্যমে সুপারশপে কেনাকাটায় ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়, যা এর আগের বিভিন্ন হার থেকে বেশি ছিল। তবে, এই নতুন নির্দেশনায় চেইন সুপারশপ মালিকেরা দীর্ঘদিনের আপত্তির সুরাহা পেয়েছেন বলে মনে করা হচ্ছে।
কোনো ধরনের ভ্যালু এডিশন না হলেও বিভিন্ন পণ্যে এ ভ্যাট থাকায় তা নিয়ে বেশ কিছুদিন ধরে চেইন সুপারশপের মালিকেরা আপত্তি জানিয়ে আসছিলেন। এ নিয়ে এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক আলোচনাও হয় তাদের।
নতুন এ নিয়মের ফলে সুপারশপে পণ্য বিক্রির আগেই ভ্যাটসহ পণ্যের খুচরা মূল্য নির্ধারণ করতে হবে। আর সুপারশপগুলো নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দিয়ে আগের পর্যায় থেকে ভ্যাট রেয়াত পাবেন।
thebgbd.com/NIT