ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধ পরিস্থিতির কারণে আমেরিকায় পোশাক রপ্তানি কমেছে

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গত বছরের তুলনায় আমেরিকার বাজারে ৭ ভাগ পোশাক রপ্তানি কমার পেছনে বিশ্বযুদ্ধ পরিস্থিতি দায়ী।
  • | ১৩ মে, ২০২৪
যুদ্ধ পরিস্থিতির কারণে আমেরিকায় পোশাক রপ্তানি কমেছে ফাইল ছবি

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গত বছরের তুলনায় আমেরিকার বাজারে ৭ ভাগ পোশাক রপ্তানি কমার পেছনে বিশ্বযুদ্ধ পরিস্থিতি দায়ী।


আজ সোমবার সকালে সচিবালয়ে নবনির্বাচিত বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন মন্ত্রী। 


মন্ত্রী বলেন, ‘আমেরিকায় পোশাক রপ্তানি কমলেও পোশাকখাত এখন মার্কিন বাজারের ওপর নির্ভরশীল নয়।’


জাহাঙ্গীর কবির বলেন, ‘২০১৩ সালে রানা প্লাজা ধ্বসের সময় পোশাকখাত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল, সেটি কাটিয়ে উঠেছে। পোশাকখাতকে নানা সময়ে অস্থিতিশীল করা হয়েছে, সরকারের চেষ্টায় সফলভাবে মোকাবিলা করা হয়েছে।’


বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, শত বাধা পেরিয়ে পোশাকখাত দেশের প্রধান রপ্তানিখাত হিসাবে অর্থনীতিতে ভূমিকা রাখছে।


এসময় বিজিএমই সভাপতি এম এ মান্নান কচি বলেন, আমেরিকার বাজারে পোশাকের দাম কমায় রপ্তানি কমেছে।