ঢাকা | বঙ্গাব্দ

মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেল নয়

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে (কনডেম সেল) বন্দি রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
  • | ১৩ মে, ২০২৪
মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেল নয় ফাইল ছবি

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে (কনডেম সেল) বন্দি রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।


সোমবার (১৩ মে) দুপুরে এই রায় দেয়া হয়।

আদালত জানান, বিশেষ ব্যাধিগ্রস্ত আসামি ছাড়া কনডেম সেলে থাকা সকল আসামিকে দুই বছরের মধ্যে সাধারণ সেলে স্থানান্তরিত করতে হবে।


রায়ে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যাসহ এ সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের দায়িত্ব কারা অধিদপ্তরের।


সকল তথ্য ওয়েবসাইটে উন্মুক্ত রাখতে হবে, পাশাপাশি বিগত ৫৩ বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।


রায়ে মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিকে সন্তান জন্মদানের অধিকার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে বলার পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল শুনানি চলমান অবস্থায় জামিনের আবেদন করতে পারবেন বলেও উল্লেখ করা হয়।


প্রসঙ্গত, ২০২২ সাল পর্যন্ত সারাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর সংখ্যা ২ হাজার ১৬২।