ঢাকা | বঙ্গাব্দ

কর নিলেই পাল্টা ব্যবস্থা

মার্কিন সংস্থার কাছ থেকে কর নিতে পারবে শুধু তাদের সরকারই। অন্য কোনও দেশের সরকার নয়।
  • অনলাইন ডেস্ক | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
কর নিলেই পাল্টা ব্যবস্থা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংস্থাগুলির কাছ থেকে কোনও বিদেশি সরকার বাড়তি কর নিলে সেই দেশের বিরুদ্ধেও পাল্টা কর চাপাবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছেন। শুক্রবারই এই করের পরিমাণ ঘোষিত হতে পারে, জানিয়েছেন ট্রাম্প।


যুক্তরাষ্ট্রে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার দপ্তর রয়েছে বিভিন্ন দেশে। অভিযোগ, বেছে বেছে এই মার্কিন সংস্থাগুলির কাছ থেকেই আদায় করা হয় ‘ডিজিটাল সার্ভিস ট্যাক্স’। এ ছাড়া কারণে-অকারণে জরিমানা, ভিন্ন নিয়ম কার্যকর করে বাড়তি টাকা আদায়ের মতো পরিস্থিতিও তৈরি করা হয়। এই ‘বৈষম্য’ আর মুখ বুজে সহ্য করবে না মার্কিন সরকার, দাবি ট্রাম্পের। তার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘মার্কিন সংস্থার কাছ থেকে বাড়তি কর আদায় করে অন্য দেশ লাভবান হোক, চান না প্রেসিডেন্ট।’ ট্রাম্প প্রশাসন এ-ও দাবি করে, মার্কিন সংস্থার কাছ থেকে কর নিতে পারবে শুধু তাদের সরকারই। অন্য কোনও দেশের সরকার নয়।


এই সংক্রান্ত যে কাগজপত্রে সই করেছেন ট্রাম্প, তাতে বলা হয়েছে, কোন কোন দেশে মার্কিন সংস্থা ‘বৈষম্যের শিকার’, তা খুঁজে বার করতে হবে। প্রথমবার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে এই অনুসন্ধান চালু করেন ট্রাম্প। এখন আবার সেই খাতা নতুন করে খুলছে। সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘ডিজিটাল কর নিয়ে অন্যান্য দেশে মার্কিন সংস্থাগুলির সঙ্গে যা করা হচ্ছে, তা সাংঘাতিক। ফলে আমরাও ডিজিটাল নিয়ে এ বার পদক্ষেপ করব। হয়তো শুক্রবারই তা ঘোষণা করা হবে।’


সূত্র: স্কাই নিউজ


এসজেড