ঢাকা | বঙ্গাব্দ

২ জিম্মির মুক্তি, তালিকায় আরও ৪

মুক্তিপ্রাপ্ত দুই ইসরায়েলি জিম্মির নাম তাল শোহম এবং আরেভু মেঙ্গিস্তু।
  • অনলাইন ডেস্ক | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
২ জিম্মির মুক্তি, তালিকায় আরও ৪ মুক্তির পর জনসম্মুখে ইসরায়েলি জিম্মি।

যুদ্ধবিরতি চুক্তি মেনে আরও দুই ইসরায়েলি জিম্মি মুক্তি দিয়েছে হামাস। মুক্তির আগে গাজায় জনসমক্ষে তাদের আনা হয়। তারপর মানবাধিকার সংগঠন ‘রেড ক্রস’-এর হাতে তুলে দেওয়া হয় তাদের। মুক্তিপ্রাপ্ত দুই ইসরায়েলি জিম্মির নাম তাল শোহম এবং আরেভু মেঙ্গিস্তু। শুধু এই দু’জন নন, আরও চার জন বন্দিকে ছাড়া হবে বলেও জানিয়েছে হামাস।


বৃহস্পতিবার হামাস চার জিম্মির কফিন তুলে দেয় ‘রেড ক্রস’-এর হাতে। সেই কফিনে ছিল দুই শিশু এবং তাদের মায়ের দেহ। আর এক জন বৃদ্ধের দেহও ইসরায়েলি সেনার হাতে তুলে দেয় হামাস। চার দেহ পাঠানোয় হামাসের উপর ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকে তিনি ‘দানব’ বলে কটাক্ষ করেছেন। 


কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্র ও মিশরের চেষ্টায় ১৫ জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল সরকার এবং হামাস। যুদ্ধবিরতির মূল শর্তই ছিল বন্দি প্রত্যর্পণ। ১৯ জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে। 


সূত্র: স্কাই নিউজ


এসজেড