ঢাকা | বঙ্গাব্দ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ সংগৃহীত

গাজীপুর মহানগরীর এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিক ছাঁটাই কেন্দ্র করে প্রায় ২ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে।


রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর মালেকেরবাড়ি কলম্বিয়া কারখানার সামনে হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। 


পুলিশ ও শ্রমিকরা জানায় বিনা নেটিশে ৭৬ জন শ্রমিককে দ্যাটস ইট ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ চাকরিচ্যুত করার অভিযোগ করে রাস্তা অবরোধ করে শ্রমিকরা। কারখানার সীমানা প্রাচীরে দেয়ালে চাকরিচ্যুতদের তালিকাও প্রদর্শন করা হয়। ফলে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।


কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এর আগে যে শ্রমিকরা অন্য শ্রমিকদের হামলা করেছে ও কারখানায় ভাঙচুর চালিয়েছে তাদেরকেই ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন যৌথবাহিনীর সদস্যরা। পরে মহানগর ও শিল্পপুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে আইনশৃঙ্খলা বাহিনী।


জিএমপির (অপরাধ উত্তর) উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন জানান, যৌথবাহিনীর সহায়তায় সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে শিগগিরই সমাধান হতে পারে।


thebgbd.com/NIT