চিত্রনায়িকা পরীমণিকে ছেড়ে শরীফুল রাজ এখন প্রেম করছেন ‘কাজলরেখা’ সিনেমার অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর সঙ্গে। ঢালিউডে যখন এমন গুঞ্জন চলছে, তখন বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন মন্দিরা।
কাজলরেখা’ সিনেমায় শরিফুল রাজের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করার পর থেকেই রাজ ও মন্দিরাকে নিয়ে জল্পনা চলছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী।
রাজ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্দিরা হেসে বলেন,
রাজ প্রসঙ্গে প্রেমের কথা স্বীকার না করলেও অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে তিনি একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। তবে কার সাথে আছেন, সেটা তিনি সংবাদমাধ্যমে প্রকাশ করতে চাননি।
এ প্রসঙ্গে মন্দিরা বলেন,
আমি প্রেম তো করছিই। এখন কাকে করছি, কীভাবে করছি এটা দেখার দায়িত্ব সংবাদমাধ্যমের। আপনারা খুঁজে বের করুন। আমি এত সবটা তো আসলে বলতে পারব না।
প্রেম প্রসঙ্গে তিনি আরও বলেন,
প্রেম করাটা জরুরি। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। তবে এখন প্রেম করলেও বিয়ে করার ইচ্ছা নেই। বিয়ে করার জন্য পরিবার থেকেও চাপ নেই। তাই কাজেই পুরো মনোযোগ দিচ্ছি।
প্রসঙ্গত, শরীফুল রাজের সঙ্গে ‘কাজলরেখা’ সিনেমায় অভিনয়ের পর আরিফিন শুভর বিপরীতে ‘নীলচক্র’ সিনেমায় দেখা যাবে মন্দিরাকে। আসন্ন কেবারবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।