ঢাকা | বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায়, মেয়ের চেয়ে এগিয়ে মা

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি বছরে এসএসসি পরীক্ষায় বসেছিলেন মা নুরুন্নাহর বেগম ও মেয়ে নাসরিন।
  • | ১৩ মে, ২০২৪
এসএসসি পরীক্ষায়, মেয়ের চেয়ে এগিয়ে মা সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি বছরে এসএসসি পরীক্ষায় বসেছিলেন মা নুরুন্নাহর বেগম ও মেয়ে নাসরিন। ফল প্রকাশের পর দেখা গেছে, মা পেয়েছেন জিপিএ ৪.৫৪ এবং মেয়ে ২.৬৭। এমন ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।


মা-মেয়েকে একনজর দেখতে ভিড় করছেন প্রতিবেশীসহ দূরের মানুষ।তারা নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন।


মা জেলার নাসিরনগর উপজেলার চাতলাপাড় ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নুরুন্নাহার বেগম বলেন, অনেক বাঁধা পেরিয়ে এই এগিয়ে চলা, তিনি আরও পড়তে চান।


পড়াশোনার কোনো বয়স নেই মন্তব্য করে তিনি বলেন, মেয়ের সঙ্গে এসএসসি পাশ করে অত্যন্ত খুশি। দুই সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। 


এই সময় এসে পড়াশোনা কেন, এমন প্রশ্নে তিনি বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়। পরে আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি। নিজের ইচ্ছা থাকায় পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে আবারও শুরু করি।


স্থানীয় নির্বাচনে দুই জয়ী এই নারী বলেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই বলে মনে করি।


নুরুন্নাহারের ছোট ভাই স্বপন আহমেদ বলেন, বোনের পাস করার খবরে কী যে খুশি হয়েছি তা বলে বোঝানো যাবে না। একই সঙ্গে ভাগনির পাস করলেও তার খবরটি ফেসবুকে পোস্ট না করে বোনেরটি করেছি।