সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।
কিছুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগে সিটিকে বিদায় করা রিয়াল ঘরের মাঠে জিরোনাকে সহজেই হারিয়েছে।
যদিও নিজেদের সেরা রূপে ছিল না রিয়াল।
রিয়ালের প্রথম গোল আসে মদ্রিচের পা থেকে। ৪১তম মিনিটে কর্নার থেকে ক্লিয়ার করতে গিয়ে জিরোনার ফুটবলার বল দিয়ে দেয় মদ্রিচের কাছে। বল পেয়ে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন, যা জালের দেখা পায়।
দ্বিতীয় হাফের শুরুতেই আরও এক গোল পেতে পারতো রিয়াল। ৫৮তম মিনিটে ভিনিসিউসের জোরালো শট পোস্টে লাগে। তবে এই ভিনিসিয়াসই রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
৮৩তম মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা। সেই গোলেই রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায়।
২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে রিয়াল মাদ্রিদ। শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ।
thebgbd.com/NIT