ঢাকা | বঙ্গাব্দ

মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে উপস্থিত হাসনাত আব্দুল্লাহ

মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের সামনে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে উপস্থিত হাসনাত আব্দুল্লাহ ছবি : সংগৃহীত

মধ্যরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের সামনে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি বারিধারা ডিওএইচএসে উপদেষ্টার বাসার সামনে গাড়িতে পৌঁছান।


সরেজমিনে দেখা যায়, ওই সময় সেখানে কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। তবে ক্যামেরার সামনে কথা বলতে অনীহা প্রকাশ করেন হাসনাত। পরে কিছু সাংবাদিক লাইভ সম্প্রচার করছেন বুঝতে পেরে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।


এর আগে, রাত ৩টা ৫ মিনিটে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বৃদ্ধির পেছনে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা’ জড়িত।


তিনি আরও বলেন, “আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পাচার হওয়া অর্থ ব্যবহার করছে। তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।”


সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ রোববার রাতেই বনশ্রীতে এক ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



thebgbd.com/NA