ঢাকা শহরে অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ধানমন্ডির শংকরে একদল তরুণ দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয়, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। একই রাতে বনশ্রী এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে তার স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করা হয়।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে শিগগিরই পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট মাঠে নামবে।
তিনি বলেন, র্যাব, এন্টি টেরোরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে 'ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম' চালু করছে, যা আজ থেকেই কার্যকর হবে।
আইজিপি আরও বলেন, "ঢাকায় দিন ও রাতে ছিনতাই বাড়ছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ইতোমধ্যে বিশেষ অভিযানের মাধ্যমে ছিনতাইকারীদের ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকালও একজন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। 'ডেভিল হান্ট' পদ্ধতির মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। তবে ঢাকার অপরাধচিত্র ভিন্ন, তাই এর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও জানান, যৌথ বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি, কিছু গোষ্ঠী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হোক, তা চায় না। রাজনৈতিক উদ্দেশ্যেও এরকম ঘটনা ঘটতে পারে। তবে মানবাধিকার সংস্থাগুলোর পরামর্শ মেনেই অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
thebgbd.com/NA