ঢাকা | বঙ্গাব্দ

বিপ্লব-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক করা কঠিন কাজ: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা ব্যয় করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
বিপ্লব-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক করা কঠিন কাজ: আসিফ নজরুল আসিফ নজরুল।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা ব্যয় করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার, পরিবেশ ও আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


তিনি আরও বলেন, "দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিপ্লব-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সবসময় কঠিন কাজ। যেমন, আরব বসন্তের পর সংশ্লিষ্ট দেশগুলোতেও একই চ্যালেঞ্জ দেখা দিয়েছিল।"


এর আগে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানান, ছিনতাই রোধে রাজধানীতে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট—র‍্যাব, এন্টি টেরোরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ—সংযুক্ত হয়ে 'ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম' চালু করতে যাচ্ছে, যা আজ থেকেই কার্যকর হবে।


thebgbd.com/NIT