হামাস নির্মূলের নামে গাজা সম্পূর্ণ ধ্বংসের পর এবার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড, ওয়েস্ট ব্যাঙ্ক বা পশ্চিম তীরে স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনা। রোববার রাতে ইসরায়েলি ট্যাঙ্ক বহর ঢুকে পড়েছে ওই ভূখণ্ডের অধিগৃহীত অংশে, ২০০২ সালের পর এই প্রথম পশ্চিম তীরে অভিযান শুরু করল ইসরায়েল সেনার আর্মার্ড ডিভিশন।
২১ জানুয়ারি থেকে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে সেনা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। কিন্তু এতদিন সেখানে ট্যাঙ্ক বহর মোতায়েন করেনি তারা। রোববার রাতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘সন্ত্রাসবাদীদের নির্মূল করতে আমরা সেনাকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি।’ তার ওই ঘোষণার পরেই পশ্চিম তীরে ইসরায়েলি সেনার তীব্রতা বেড়েছে বলে ওই এলাকার নিয়ন্ত্রক ‘স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ’ জানিয়েছেন।
ফিলিস্তিন স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসির আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিম তীর ভূখণ্ড। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত ফিলিস্তিন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। ইসরায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমত উপেক্ষা করেই দীর্ঘ দিন পশ্চিম তীরের একাংশ দখল করে রেখেছে। একদা গাজার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ কট্টরপন্থী হামাস বাহিনী পিএলও-কে পরাস্ত করে গাজার নিয়ন্ত্রণ নেয়।
সূত্র: আল জাজিরা
এসজেড