ঢাকা | বঙ্গাব্দ

কলম্বিয়ায় সড়ক দুর্ঘটনা, ৯ সেনা নিহত

একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা গভীর খাদের তলদেশে দড়ি ব্যবহার করে আহতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
  • অনলাইন ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কলম্বিয়ায় সড়ক দুর্ঘটনা, ৯ সেনা নিহত খাঁদ থেকে টেনে তোলা সেনা বহনকারী ট্রাক।

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি গাড়ি খাদে পড়ে যাওয়ায় নয়জন কলম্বিয়ান সেনা নিহত এবং অপর ২০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা সোমবার এ খবর জানান। বোগোটা থেকে এএফপি জানায়, নারিনো বিভাগের গভর্নর লুইস আলফোনসো এসকোবার ব্লু রেডিওকে বলেন, রোববার গভীর রাতে ৩৬ জন আরোহী নিয়ে সামরিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়।


কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা গভীর খাদের তলদেশে দড়ি ব্যবহার করে আহতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার রাতে সেনাবাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জনকে ‘বিশেষ চিকিৎসা’ দেওয়া হচ্ছে।


প্রাথমিকভাবে আটজন সৈন্য নিহত এবং ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। ইকুয়েডরের সীমান্তবর্তী নারিনোতে কোকেন পাচারের ঘটনায় সৈন্যরা নিরাপত্তা অভিযানে অংশ নিতে যাচ্ছিল।


সূত্র: এএফপি


এসজেড