নতুন রাজনৈতিক দলে যুক্ত হওয়ার আগ্রহ রয়েছে এবং রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছি বলে জানিয়েছেন সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগের পর যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ছাত্রদের মধ্যে আরও দুজন এখনো সরকারে রয়েছেন। তারা মনে করছেন, সরকারে থাকা তাদের জন্য প্রয়োজন। যখন তারা উপযুক্ত মনে করবেন, তখনই পদত্যাগ করবেন।"
তিনি আরও বলেন, "আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আমলাতান্ত্রিক জটিলতা ছিল, পুলিশের আত্মবিশ্বাস কম ছিল, তবে সীমাবদ্ধতার মধ্যেও কাজ করেছি।"
নাহিদ ইসলাম আশা প্রকাশ করে বলেন, "অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হবে। গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে এগিয়ে আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করবে।"
thebgbd.com/NA