বিগত ১৫-১৬ বছর ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ পরিদর্শন শেষে বিএনপির বর্ধিত সভা উপলক্ষে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "বিগত ১৫-১৬ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছি। তারপরও আন্দোলন চালিয়ে গেছি, শেষ পর্যন্ত ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে।"
বিএনপির সাংগঠনিক তৎপরতা বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, "এই মুহূর্তে সারাদেশে নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা আয়োজন করা হয়েছে, যা জাতির জন্যও গুরুত্বপূর্ণ।"
গণতান্ত্রিক ভিত শক্তিশালী করতে দলের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "নিজেদের করণীয় ঠিক করব। তবে এখনো দেশে ও বিদেশে পরাজিত শক্তির অপতৎপরতা চলছে।"
thebgbd.com/NA