ঢাকা | বঙ্গাব্দ

স্বাগতিক পাকিস্তান, সুবিধা পাচ্ছে ভারত; যা বলছেন আথারটন-নাসের

ভারত যে ক’টি ম্যাচ খেলবে তার সবগুলোই অনুষ্ঠিত হবে দুবাইয়ের মাঠে। সাবেক দুই ইংলিশ ক্রিকেটার মাইক আথারটন ও নাসের হুসাইন এটাকেই দেখছেন ভারতের বড় সুবিধা হিসেবে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
স্বাগতিক পাকিস্তান, সুবিধা পাচ্ছে ভারত; যা বলছেন আথারটন-নাসের ইংল্যান্ডের সাবেক দুই তারকা ক্রিকেটার মাইক আথারটন ও নাসের হুসাইন।

দীর্ঘ ২৯ বছর পর দেশের মাটিতে আইসিসির কোনও ইভেন্ট আয়োজন করেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা স্বাগতিক হলেও সুবিধা পাচ্ছে ভারত। স্বাগতিক দেশ হয়েও তাদের খেলতে হয়েছে দেশের বাইরে দুবাইয়ের মাঠে গিয়ে। এছাড়া, ভারত যে ক’টি ম্যাচ খেলবে তার সবগুলোই অনুষ্ঠিত হবে দুবাইয়ের মাঠে। সাবেক দুই ইংলিশ ক্রিকেটার মাইক আথারটন ও নাসের হুসাইন এটাকেই দেখছেন ভারতের বড় সুবিধা হিসেবে।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দল স্বাগতিক পাকিস্তানের মাঠে খেললেও খেলছে না ভারত। ভারতের সঙ্গে যারা খেলবে, তাদের পাকিস্তান থেকে দুবাইয়ে গিয়েই খেলতে হবে। সেক্ষেত্রে অন্য দলগুলোর ভ্রমণক্লান্তি থাকলেও ভারত এদিক থেকে সুবিধাই পাচ্ছে। কারণ রোহিত-কোহলিদের অন্য কোনও মাঠে যেতে হচ্ছে না। 


 

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফে এ নিয়ে সমালোচনা করেছেন নাসের হুসাইন ও আইক আথারটন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের কথা উল্লেখ করে নাসের বলেছেন, ‘এটা বাড়তি সুবিধা। সেরা দলটির জন্য টুর্নামেন্টে এমন সুবিধা; আমি আগের দিন একটি টুইট দেখলাম, ‘‘পাকিস্তান স্বাগতিক, কিন্তু ঘরের মাঠের সুবিধাটা পাচ্ছে ভারত।’’ এটুকুতেই আসলে সবকিছু বোঝা যায়।’ 

 

আরও পড়ুন: কথা রাখেননি রোহিত শর্মা

 

দুবাইয়ের মাঠে দল সাজানোর ক্ষেত্রেও ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করছেন নাসের। ‘অন্য সব দলকেই একাদশ সাজাতে হয়েছে কয়েকটি ভেন্যু মাথায় রেখে- করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও দুবাই। তাদের ভ্রমণ করতে হবে আর এসব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।’ 

 

তবে এ ব্যাপারে কিছু করার নেই বলেও মনে করেন নাসের। ‘এটা একটা বাড়তি সুবিধা। কিন্তু আপনি আর কী করতে পারবেন? যখন একবার ভারত বলবে, আমরা পাকিস্তানে যাবো না। তখন আইসিসির কী করার থাকে? ভারত-পাকিস্তান ছাড়া আপনি এ ধরনের টুর্নামেন্ট করতে পারবেন না। তারা খুশি মনে ও স্বাচ্ছন্দ্যে দুবাইয়ে বসে থাকবে। যদি তারা জিতে যায়, তাহলে আরও একটি বৈশ্বিক টুর্নামেন্ট জিতে যাবে।’ 

 

সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনও মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুবিধা পাচ্ছে ভারত। ‘শুধু দুবাইয়ে খেলার যে সুবিধা পাচ্ছে ভারত, যেটা আমার চোখে পরিমাপ করা কঠিন হলেও তা অনস্বীকার্য সুবিধা।’ 

 

আথারটন আরও বলেন, ‘তারা শুধু একটি ভেন্যুতেই খেলছে। অন্য কোনও ভেন্যুতে কিংবা দেশে তাদের ভ্রমণ করতে হচ্ছে না, যেটা অন্য দলগুলো করছে। অর্থাৎ শুধু দুবাইয়ের কন্ডিশন নিয়েই ভাবতে পারছে ভারতের নির্বাচকেরা। তারা সেখানে সেমিফাইনাল খেলবে আর সেটা পার হলে, তা আমার কাছে অনস্বীকার্য সুবিধাই।’ 

 

এর আগেও একই মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেছিলেন, ‘শেষমেষ চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, এটা ভালো। কিন্তু নিঃসন্দেহে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। একই মাঠে খেলা অবশ্যই সুবিধার। এমনিই ভারত যথেষ্ট শক্তিশালী, তার ওপর আবার একই মাঠে খেলা। সেটা তাদের এগিয়ে দিচ্ছে।’


thebgbd.com/NIT